রমজান মাসের সাহরী ও ইফতারের সময়সূচী ২০২৫

 

রমজান মাসের সাহরী ও ইফতারের সময়সূচী ২০২৫ সম্পর্কে আলোচনা করবো। পবিত্র রমজান মাস ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের মাস। এই মাসে পবিত্র আল কোরআন নাযিল হয়েছে। যার কারণে এ মাসকে খুব কল্যাণকর মাস হিসেবে উল্লেখ করা হয়। আরবি হিজরী সনের ১২ মাসের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ 

রমজন মাস

মাস হচ্ছে  রমজান মাস। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে আমরা পবিত্র রমজান মাস পালন করে থাকি। সকলের মনে শান্তি ফিরে আসে এই মাসে। আমাদের সকলকে রমজান মাসে সঠিক ভাবে রোজা পালন ও পবিত্রতা রক্ষা করা আমাদের সকল মুসলিম ভাই বোনদের একান্ত ভাবে জরুরী।

পেজ সূচীপত্রঃরমজান মাসের সাহরী ও ইফতারের সময়সূচী ২০২৫

রমজান মাসের সাহরী ও ইফতারের সময়সূচী ২০২৫

রমজান মাসের সাহরী ও ইফতারের সময়সূচী ২০২৫ সম্পর্কে আজকে আমি আলোচনা করবো। মুমিন ব্যক্তির জন্য অনেক গুরুত্বপূর্ণ ফজিলত পূর্ণ মাস হিসেবে পরিচিত এই মাস। মুমিন ব্যক্তিরা আল্লাহ কে সন্তুষ্ট রাখার জন্য পবিত্র রোজা পালন করে। রমজান মাসে বিশেষ করে দান সদকা,নফল নামাজ, কোরআন মাজিদ তেলোয়াত সহ বিভিন্ন আমল গুলো পাঠ করে থাকে। আল্লাহ তায়ালা অনেক  রোজাদার বান্দা কে  নিজে হাতে পুরস্কার  দিবেন বলে জানিয়ে দিয়েছে। আমাদের সকলকে রমজান মাসে পবিত্রতা রক্ষা করে সকল কিছু ত্যাগ করে আমাদেরকে  এই মাস গুরুত্বের সাথে পালন করতে হবে।

পবিত্র রমজান মাসে রোজাদার ব্যক্তিদেরকে অনেক কিছু নিয়ম মেনে দিন অতিবাহিত করতে হয়। তাছাড়া রোজাদার ব্যক্তিকে নিয়মিতভাবে তারাবি নামাজ পালন করতে হবে। সঠিক সময়ে সাহরী খেতে হবে। ইফতার করতে হবে। পবিত্র রমজান মাসকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ১০ দিন রহমত, পরের ১০ দিন মাগফিরাত ও শেষ ১০ দিন নাযাত। আমাদের প্রতিটি ১০ দিনের যে ভাগ সেগুলো আমাদের গুরুত্বের সাথে পালন করতে হবে। নিশ্চয়ই আল্লাহ তাঁর ব্যক্তিকে কখনও খালি হাতে ফিরিয়ে দেয় না। তাঁদের মনের সকল আশা গুলো পূরন করেন তিনি ইনশা আল্লাহ্।

ঢাকা বিভাগ ও পার্শ্ববর্তী এলাকার সময়সূচি

ঢাকা বিভাগ ও পার্শ্ববর্তী এলাকার সময়সূচি। ঢাকা বিভাগে মোট ১৩টি জেলা আছে। ঢাকা বিভাগে প্রথম ১০ দিন রহমতের সময় ১ম দিনে সাহরী শেষ হবে ভোর ৫ঃ০৪ মিনিটে আর ইফতার হবে ৬ঃ০২ মিনিটে। পরের ১০ দিন অর্থাৎ মাগফিরাতের সময় ১ম দিনে সাহরী শেষ হবে ৪ঃ৫৪ মিনিটে এবং ইফতার করতে হবে ৬ঃ০৭ মিনিটে। এবং শেষের ১০ দিন অর্থাৎ নাযাতের সময় ১ম দিনে সাহরী শেষ হবে ৪ঃ৪৪ মিনিটে এবং ইফতার করতে হবে সন্ধ্যা ৬ঃ১১ মিনিটে।প্রতিদিন সময় কমতে থাকবে।তাই রোজাদার ব্যক্তিকে প্রতিদিন সময়সূচি দেখতে হবে।তাছাড়া ঢাকা বিভাগে অন্য জেলা গুলো জন্য রোজাদার ব্যক্তিকে সময় দেখে সাহরী ও ইফতার করতে হবে।

 রমজান প্রথম ১০ দিন রহমত

রমজান মার্চ ফাল্গুন বার সাহরীর শেষ সময় ইফতারের শেষ সময়
০১ ০২ ১৭ রবি ৫-০৪ মিঃ ৬-০২ মিঃ
০২ ০৩ ১৮ সোম ৫-০৩ মিঃ ৬-০৩ মিঃ
০৩ ০৪ ১৯ মঙ্গল ৫-০২ মিঃ ৬-০৩ মিঃ
০৪ ০৫ ২০ বুধ ৫-০১ মিঃ ৬-০৪ মিঃ
০৫ ০৬ ২১ বৃহস্পতি ৫-০০ মিঃ ৬-০৪ মিঃ
০৬ ০৭ ২২ শুক্র ৪-৫৯ মিঃ ৬-০৫ মিঃ
০৭ ০৮ ২৩ শনি ৪-৫৮ মিঃ ৬-০৫ মিঃ
০৮ ০৯ ২৪ রবি ৪-৫৭ মিঃ ৬-০৬ মিঃ
০৯ ১০ ২৫ সোম ৪-৫৬ মিঃ ৬-০৬ মিঃ
১০ ১১ ২৬ মঙ্গল ৪-৫৫ মিঃ ৬-০৬ মিঃ

রমজান দ্বিতীয় ১০ দিন মাগফিরাত

রমজান মার্চ ফাল্গুন/চৈত্র বার সাহরীর শেষ সময় ইফতারের শেষ সময়
১১ ১২ ২৭ বুধ ৪-৫৪ মিঃ ৬-০৭ মিঃ
১২ ১৩ ২৮ বৃহস্পতি ৪-৫৩ মিঃ ৬-০৭ মিঃ
১৩ ১৪ ২৯ শুক্র ৪-৫২ মিঃ ৬-০৮ মিঃ
১৪ ১৫ ০১ শনি ৪-৫১ মিঃ ৬-০৮ মিঃ
১৫ ১৬ ০২ রবি ৪-৫০ মিঃ ৬-০৮ মিঃ
১৬ ১৭ ০৩ সোম ৪-৪৯ মিঃ ৬-০৯ মিঃ
১৭ ১৮ ০৪ মঙ্গল ৪-৪৮ মিঃ ৬-০৯ মিঃ
১৮ ১৯ ০৫ বুধ ৪-৪৭ মিঃ ৬-১০ মিঃ
১৯ ২০ ০৬ বৃহস্পতি ৪-৪৬ মিঃ ৬-১০ মিঃ
২০ ২১ ০৭ শুক্র ৪-৪৫ মিঃ ৬-১০ মিঃ

রমজান তৃতীয় ১০ দিন নাযাত

রমজান মার্চ ফাল্গুন/চৈত্র বার সাহরীর শেষ সময় ইফতারের শেষ সময়
২১ ২২ ০৮ শনি ৪-৪৪ মিঃ ৬-১১ মিঃ
২২ ২৩ ০৯ রবি ৪-৪৩ মিঃ ৬-১১ মিঃ
২৩ ২৪ ১০ সোম ৪-৪২ মিঃ ৬-১১ মিঃ
২৪ ২৫ ১১ মঙ্গল ৪-৪১ মিঃ ৬-১২ মিঃ
২৫ ২৬ ১২ বুধ ৪-৪০ মিঃ ৬-১২ মিঃ
২৬ ২৭ ১৩ বৃহস্পতি ৪-৩৯ মিঃ ৬-১৩ মিঃ
২৭ ২৮ ১৪ শুক্র ৪-৩৮ মিঃ ৬-১৩ মিঃ
২৮ ২৯ ১৫ শনি ৪-৩৬ মিঃ ৬-১৪ মিঃ
২৯ ৩০ ১৬ রবি ৪-৩৫ মিঃ ৬-১৪ মিঃ
৩০ ৩১ ১৭ সোম ৪-৩৪ মিঃ ৬-১৫ মিঃ

আরো পড়ুনঃআরবি মাসের ক্যালেন্ডার ২০২৫ সম্পর্কে

রাজশাহী বিভাগ ও পার্শ্ববর্তী এলাকার সময়সূচি

রাজশাহী বিভাগ ও পার্শ্ববর্তী এলাকার সময়সূচি আলোচনা করা হলো।রাজশাহী বিভাগে মোট ৮টি জেলা আছে। রাজশাহী বিভাগে প্রথম ১০ দিন রহমতের সময় ১ম দিনে সাহরী শেষ হবে ভোর ৫ঃ১০ মিনিটে আর ইফতার হবে ৬ঃ১১ মিনিটে। পরের ১০ দিন অর্থাৎ মাগফিরাতের সময় ১ম দিনে সাহরী শেষ হবে ৫ঃ০১ মিনিটে এবং ইফতার করতে হবে ৬ঃ১৬ মিনিটে। এবং শেষের ১০ দিন অর্থাৎ নাযাতের সময় ১ম দিনে সাহরী শেষ হবে ৪ঃ৫১ মিনিটে এবং ইফতার করতে হবে সন্ধ্যা ৬ঃ২০ মিনিটে।প্রতিদিন সময় কমতে থাকবে।তাই রোজাদার ব্যক্তিকে প্রতিদিন সময়সূচি দেখতে হবে। তাছাড়া রাজশাহী বিভাগে অন্য জেলা গুলো জন্য রোজাদার ব্যক্তিকে সময় দেখে সাহরী ও ইফতার করতে হবে।

 রমজান প্রথম ১০ দিন রহমত

রমজান মার্চ ফাল্গুন বার সাহরীর শেষ সময় ইফতারের শেষ সময়
০১ ০২ ১৭ রবি ৫-১০ মিঃ ৬-১১ মিঃ
০২ ০৩ ১৮ সোম ৫-০৯ মিঃ ৬-১২ মিঃ
০৩ ০৪ ১৯ মঙ্গল ৫-০৮ মিঃ ৬-১২ মিঃ
০৪ ০৫ ২০ বুধ ৫-০৮ মিঃ ৬-১৩ মিঃ
০৫ ০৬ ২১ বৃহস্পতি ৫-০৭ মিঃ ৬-১৩ মিঃ
০৬ ০৭ ২২ শুক্র ৫-০৬ মিঃ ৬-১৪ মিঃ
০৭ ০৮ ২৩ শনি ৫-০৫ মিঃ ৬-১৪ মিঃ
০৮ ০৯ ২৪ রবি ৫-০৪ মিঃ ৬-১৫ মিঃ
০৯ ১০ ২৫ সোম ৫-০৩ মিঃ ৬-১৫ মিঃ
১০ ১১ ২৬ মঙ্গল ৫-০২ মিঃ ৬-১৬ মিঃ

রমজান দ্বিতীয় ১০ দিন মাগফিরাত

রমজান মার্চ ফাল্গুন/চৈত্র বার সাহরীর শেষ সময় ইফতারের শেষ সময়
১১ ১২ ২৭ বুধ ৫-০১ মিঃ ৬-১৬ মিঃ
১২ ১৩ ২৮ বৃহস্পতি ৫-০০ মিঃ ৬-১৭ মিঃ
১৩ ১৪ ২৯ শুক্র ৪-৫৯ মিঃ ৬-১৭ মিঃ
১৪ ১৫ ০১ শনি ৪-৫৮ মিঃ ৬-১৭ মিঃ
১৫ ১৬ ০২ রবি ৪-৫৭ মিঃ ৬-১৮ মিঃ
১৬ ১৭ ০৩ সোম ৪-৫৬ মিঃ ৬-১৮ মিঃ
১৭ ১৮ ০৪ মঙ্গল ৪-৫৫ মিঃ ৬-১৯ মিঃ
১৮ ১৯ ০৫ বুধ ৪-৫৪ মিঃ ৬-১৯ মিঃ
১৯ ২০ ০৬ বৃহস্পতি ৪-৫৩ মিঃ ৬-২০ মিঃ
২০ ২১ ০৭ শুক্র ৪-৫২ মিঃ ৬-২০ মিঃ

রমজান তৃতীয় ১০ দিন নাযাত

রমজান মার্চ ফাল্গুন/চৈত্র বার সাহরীর শেষ সময় ইফতারের শেষ সময়
২১ ২২ ০৮ শনি ৪-৫১ মিঃ ৬-২০ মিঃ
২২ ২৩ ০৯ রবি ৪-৫০ মিঃ ৬-২১ মিঃ
২৩ ২৪ ১০ সোম ৪-৪৮ মিঃ ৬-২১ মিঃ
২৪ ২৫ ১১ মঙ্গল ৪-৪৭ মিঃ ৬-২১ মিঃ
২৫ ২৬ ১২ বুধ ৪-৪৬ মিঃ ৬-২২ মিঃ
২৬ ২৭ ১৩ বৃহস্পতি ৪-৪৫ মিঃ ৬-২২ মিঃ
২৭ ২৮ ১৪ শুক্র ৪-৪৪ মিঃ ৬-২৩ মিঃ
২৮ ২৯ ১৫ শনি ৪-৪৩ মিঃ ৬-২৩ মিঃ
২৯ ৩০ ১৬ রবি ৪-৪২ মিঃ ৬-২৪ মিঃ
৩০ ৩১ ১৭ সোম ৪-৪১ মিঃ ৬-২৪ মিঃ

চট্টগ্রাম বিভাগ ও পার্শ্ববর্তী এলাকার সময়সূচি

চট্টগ্রাম বিভাগ ও পার্শ্ববর্তী এলাকার সময়সূচি আলোচনা করা হলো।চট্টগ্রাম বিভাগে মোট ১১টি জেলা আছে। চট্টগ্রাম বিভাগে প্রথম ১০ দিন রহমতের সময় ১ম দিনে সাহরী শেষ হবে ভোর ৪ঃ৫৭ মিনিটে আর ইফতার হবে ৫ঃ৫৭ মিনিটে। পরের ১০ দিন অর্থাৎ মাগফিরাতের সময় ১ম দিনে সাহরী শেষ হবে ৪ঃ৪৭ মিনিটে এবং ইফতার করতে হবে ৬ঃ০২ মিনিটে। এবং শেষের ১০ দিন অর্থাৎ নাযাতের সময় ১ম দিনে সাহরী শেষ হবে ৪ঃ৩৭ মিনিটে এবং ইফতার করতে হবে সন্ধ্যা ৬ঃ০৬ মিনিটে।প্রতিদিন সময় কমতে থাকবে।তাই রোজাদার ব্যক্তিকে প্রতিদিন সময়সূচি দেখতে হবে। তাছাড়া চট্টগ্রাম বিভাগে অন্য জেলা গুলো জন্য রোজাদার ব্যক্তিকে সময় দেখে সাহরী ও ইফতার করতে হবে।

 রমজান প্রথম ১০ দিন রহমত

রমজান মার্চ ফাল্গুন বার সাহরীর শেষ সময় ইফতারের শেষ সময়
০১ ০২ ১৭ রবি ৪-৫৭ মিঃ ৫-৫৭ মিঃ
০২ ০৩ ১৮ সোম ৪-৫৬ মিঃ ৫-৫৮ মিঃ
০৩ ০৪ ১৯ মঙ্গল ৪-৫৫ মিঃ ৫-৫৮ মিঃ
০৪ ০৫ ২০ বুধ ৪-৫৪ মিঃ ৫-৫৯ মিঃ
০৫ ০৬ ২১ বৃহস্পতি ৪-৫৩ মিঃ ৫-৫৯ মিঃ
০৬ ০৭ ২২ শুক্র ৪-৫২ মিঃ ৬-০০ মিঃ
০৭ ০৮ ২৩ শনি ৪-৫১ মিঃ ৬-০০ মিঃ
০৮ ০৯ ২৪ রবি ৪-৫০ মিঃ ৬-০১ মিঃ
০৯ ১০ ২৫ সোম ৪-৪৯ মিঃ ৬-০১ মিঃ
১০ ১১ ২৬ মঙ্গল ৪-৪৮ মিঃ ৬-০১ মিঃ

রমজান দ্বিতীয় ১০ দিন মাগফিরাত

রমজান মার্চ ফাল্গুন/চৈত্র বার সাহরীর শেষ সময় ইফতারের শেষ সময়
১১ ১২ ২৭ বুধ ৪-৪৭ মিঃ ৬-০২ মিঃ
১২ ১৩ ২৮ বৃহস্পতি ৪-৪৬ মিঃ ৬-০২ মিঃ
১৩ ১৪ ২৯ শুক্র ৪-৪৫ মিঃ ৬-০৩ মিঃ
১৪ ১৫ ০১ শনি ৪-৪৪ মিঃ ৬-০৩ মিঃ
১৫ ১৬ ০২ রবি ৪-৪৩ মিঃ ৬-০৩ মিঃ
১৬ ১৭ ০৩ সোম ৪-৪২ মিঃ ৬-০৪ মিঃ
১৭ ১৮ ০৪ মঙ্গল ৪-৪১ মিঃ ৬-০৪ মিঃ
১৮ ১৯ ০৫ বুধ ৪-৪০ মিঃ ৬-০৫ মিঃ
১৯ ২০ ০৬ বৃহস্পতি ৪-৩৯ মিঃ ৬-০৫ মিঃ
২০ ২১ ০৭ শুক্র ৪-৩৮ মিঃ ৬-০৫ মিঃ

রমজান তৃতীয় ১০ দিন নাযাত

রমজান মার্চ ফাল্গুন/চৈত্র বার সাহরীর শেষ সময় ইফতারের শেষ সময়
২১ ২২ ০৮ শনি ৪-৩৭ মিঃ ৬-০৬ মিঃ
২২ ২৩ ০৯ রবি ৪-৩৬ মিঃ ৬-০৬ মিঃ
২৩ ২৪ ১০ সোম ৪-৩৫ মিঃ ৬-০৬ মিঃ
২৪ ২৫ ১১ মঙ্গল ৪-৩৪ মিঃ ৬-০৭ মিঃ
২৫ ২৬ ১২ বুধ ৪-৩৩ মিঃ ৬-০৭ মিঃ
২৬ ২৭ ১৩ বৃহস্পতি ৪-৩২ মিঃ ৬-০৮ মিঃ
২৭ ২৮ ১৪ শুক্র ৪-৩১ মিঃ ৬-০৮ মিঃ
২৮ ২৯ ১৫ শনি ৪-২৯ মিঃ ৬-০৯ মিঃ
২৯ ৩০ ১৬ রবি ৪-২৮ মিঃ ৬-০৯ মিঃ
৩০ ৩১ ১৭ সোম ৪-২৭ মিঃ ৬-১০ মিঃ

রমজান মাস

খুলনা বিভাগ ও পার্শ্ববর্তী এলাকার সময়সূচি

খুলনা বিভাগ ও পার্শ্ববর্তী এলাকার সময়সূচি আলোচনা করা হলো।খুলনা বিভাগে মোট ১০টি জেলা আছে। খুলনা বিভাগে প্রথম ১০ দিন রহমতের সময় ১ম দিনে সাহরী শেষ হবে ভোর ৫ঃ০৭ মিনিটে আর ইফতার হবে ৬ঃ০৬ মিনিটে। পরের ১০ দিন অর্থাৎ মাগফিরাতের সময় ১ম দিনে সাহরী শেষ হবে ৪ঃ৫৮ মিনিটে এবং ইফতার করতে হবে ৬ঃ১০ মিনিটে। এবং শেষের ১০ দিন অর্থাৎ নাযাতের সময় ১ম দিনে সাহরী শেষ হবে ৪ঃ৪৮ মিনিটে এবং ইফতার করতে হবে সন্ধ্যা ৬ঃ১৪ মিনিটে।প্রতিদিন সময় কমতে থাকবে।তাই রোজাদার ব্যক্তিকে প্রতিদিন সময়সূচি দেখতে হবে। তাছাড়া খুলনা বিভাগে অন্য জেলা গুলো জন্য রোজাদার ব্যক্তিকে সময় দেখে সাহরী ও ইফতার করতে হবে।

 রমজান প্রথম ১০ দিন রহমত

রমজান মার্চ ফাল্গুন বার সাহরীর শেষ সময় ইফতারের শেষ সময়
০১ ০২ ১৭ রবি ৫-০৭ মিঃ ৬-০৬ মিঃ
০২ ০৩ ১৮ সোম ৫-০৬ মিঃ ৬-০৭ মিঃ
০৩ ০৪ ১৯ মঙ্গল ৫-০৫ মিঃ ৬-০৭ মিঃ
০৪ ০৫ ২০ বুধ ৫-০৪ মিঃ ৬-০৭ মিঃ
০৫ ০৬ ২১ বৃহস্পতি ৫-০৩ মিঃ ৬-০৮ মিঃ
০৬ ০৭ ২২ শুক্র ৫-০২ মিঃ ৬-০৮ মিঃ
০৭ ০৮ ২৩ শনি ৫-০২ মিঃ ৬-০৯ মিঃ
০৮ ০৯ ২৪ রবি ৫-০১ মিঃ ৬-০৯ মিঃ
০৯ ১০ ২৫ সোম ৫-০০ মিঃ ৬-০৯ মিঃ
১০ ১১ ২৬ মঙ্গল ৪-৫৯ মিঃ ৬-১০ মিঃ

রমজান দ্বিতীয় ১০ দিন মাগফিরাত

রমজান মার্চ ফাল্গুন/চৈত্র বার সাহরীর শেষ সময় ইফতারের শেষ সময়
১১ ১২ ২৭ বুধ ৪-৫৮ মিঃ ৬-১০ মিঃ
১২ ১৩ ২৮ বৃহস্পতি ৪-৫৭ মিঃ ৬-১১ মিঃ
১৩ ১৪ ২৯ শুক্র ৪-৫৬ মিঃ ৬-১১ মিঃ
১৪ ১৫ ০১ শনি ৪-৫৫ মিঃ ৬-১১ মিঃ
১৫ ১৬ ০২ রবি ৪-৫৪ মিঃ ৬-১২ মিঃ
১৬ ১৭ ০৩ সোম ৪-৫৩ মিঃ ৬-১২ মিঃ
১৭ ১৮ ০৪ মঙ্গল ৪-৫২ মিঃ ৬-১২ মিঃ
১৮ ১৯ ০৫ বুধ ৪-৫১ মিঃ ৬-১৩ মিঃ
১৯ ২০ ০৬ বৃহস্পতি ৪-৫০ মিঃ ৬-১৩ মিঃ
২০ ২১ ০৭ শুক্র ৪-৪৯ মিঃ ৬-১৪ মিঃ

রমজান তৃতীয় ১০ দিন নাযাত

রমজান মার্চ ফাল্গুন/চৈত্র বার সাহরীর শেষ সময় ইফতারের শেষ সময়
২১ ২২ ০৮ শনি ৪-৪৮ মিঃ ৬-১৪ মিঃ
২২ ২৩ ০৯ রবি ৪-৪৭ মিঃ ৬-১৪ মিঃ
২৩ ২৪ ১০ সোম ৪-৪৬ মিঃ ৬-১৫ মিঃ
২৪ ২৫ ১১ মঙ্গল ৪-৪৫ মিঃ ৬-১৫ মিঃ
২৫ ২৬ ১২ বুধ ৪-৪৪ মিঃ ৬-১৫ মিঃ
২৬ ২৭ ১৩ বৃহস্পতি ৪-৪৩ মিঃ ৬-১৬ মিঃ
২৭ ২৮ ১৪ শুক্র ৪-৪২ মিঃ ৬-১৬ মিঃ
২৮ ২৯ ১৫ শনি ৪-৪১ মিঃ ৬-১৬ মিঃ
২৯ ৩০ ১৬ রবি ৪-৪০ মিঃ ৬-১৭ মিঃ
৩০ ৩১ ১৭ সোম ৪-৩৯ মিঃ ৬-১৭ মিঃ


আরো পড়ুনঃভোটার আইডি কার্ড সংশোধন করার নিয়ম

বরিশাল বিভাগ ও পার্শ্ববর্তী এলাকার সময়সূচি

বরিশাল বিভাগ ও পার্শ্ববর্তী এলাকার সময়সূচি আলোচনা করা হলো। বরিশাল বিভাগে মোট ৬টি জেলা আছে। বরিশাল বিভাগে প্রথম ১০ দিন রহমতের সময় ১ম দিনে সাহরী শেষ হবে ভোর ৫ঃ০৩ মিনিটে আর ইফতার হবে ৬ঃ০৩ মিনিটে। পরের ১০ দিন অর্থাৎ মাগফিরাতের সময় ১ম দিনে সাহরী শেষ হবে ৪ঃ৫৩ মিনিটে এবং ইফতার করতে হবে ৬ঃ০৮ মিনিটে। এবং শেষের ১০ দিন অর্থাৎ নাযাতের সময় ১ম দিনে সাহরী শেষ হবে ৪ঃ৪৩ মিনিটে এবং ইফতার করতে হবে সন্ধ্যা ৬ঃ১২ মিনিটে।প্রতিদিন সময় কমতে থাকবে।তাই রোজাদার ব্যক্তিকে প্রতিদিন সময়সূচি দেখতে হবে। তাছাড়া বরিশাল বিভাগে অন্য জেলা গুলো জন্য রোজাদার ব্যক্তিকে সময় দেখে সাহরী ও ইফতার করতে হবে।

 রমজান প্রথম ১০ দিন রহমত

রমজান মার্চ ফাল্গুন বার সাহরীর শেষ সময় ইফতারের শেষ সময়
০১ ০২ ১৭ রবি ৫-০৩ মিঃ ৬-০৩ মিঃ
০২ ০৩ ১৮ সোম ৫-০২ মিঃ ৬-০৪ মিঃ
০৩ ০৪ ১৯ মঙ্গল ৫-০১ মিঃ ৬-০৪ মিঃ
০৪ ০৫ ২০ বুধ ৫-০০ মিঃ ৬-০৫ মিঃ
০৫ ০৬ ২১ বৃহস্পতি ৪-৫৯ মিঃ ৬-০৫ মিঃ
০৬ ০৭ ২২ শুক্র ৪-৫৮ মিঃ ৬-০৬ মিঃ
০৭ ০৮ ২৩ শনি ৪-৫৭ মিঃ ৬-০৬ মিঃ
০৮ ০৯ ২৪ রবি ৪-৫৬ মিঃ ৬-০৭ মিঃ
০৯ ১০ ২৫ সোম ৪-৫৫ মিঃ ৬-০৭ মিঃ
১০ ১১ ২৬ মঙ্গল ৪-৫৪ মিঃ ৬-০৭ মিঃ

রমজান দ্বিতীয় ১০ দিন মাগফিরাত

রমজান মার্চ ফাল্গুন/চৈত্র বার সাহরীর শেষ সময় ইফতারের শেষ সময়
১১ ১২ ২৭ বুধ ৪-৫৩ মিঃ ৬-০৮ মিঃ
১২ ১৩ ২৮ বৃহস্পতি ৪-৫২ মিঃ ৬-০৮ মিঃ
১৩ ১৪ ২৯ শুক্র ৪-৫১ মিঃ ৬-০৯ মিঃ
১৪ ১৫ ০১ শনি ৪-৫০ মিঃ ৬-০৯ মিঃ
১৫ ১৬ ০২ রবি ৪-৪৯ মিঃ ৬-০৯ মিঃ
১৬ ১৭ ০৩ সোম ৪-৪৮ মিঃ ৬-১০ মিঃ
১৭ ১৮ ০৪ মঙ্গল ৪-৪৭ মিঃ ৬-১০ মিঃ
১৮ ১৯ ০৫ বুধ ৪-৪৬ মিঃ ৬-১১ মিঃ
১৯ ২০ ০৬ বৃহস্পতি ৪-৪৫ মিঃ ৬-১১ মিঃ
২০ ২১ ০৭ শুক্র ৪-৪৪ মিঃ ৬-১১ মিঃ

রমজান তৃতীয় ১০ দিন নাযাত

রমজান মার্চ ফাল্গুন/চৈত্র বার সাহরীর শেষ সময় ইফতারের শেষ সময়
২১ ২২ ০৮ শনি ৪-৪৩ মিঃ ৬-১২ মিঃ
২২ ২৩ ০৯ রবি ৪-৪২ মিঃ ৬-১২ মিঃ
২৩ ২৪ ১০ সোম ৪-৪১ মিঃ ৬-১২ মিঃ
২৪ ২৫ ১১ মঙ্গল ৪-৪০ মিঃ ৬-১৩ মিঃ
২৫ ২৬ ১২ বুধ ৪-৩৯ মিঃ ৬-১৩ মিঃ
২৬ ২৭ ১৩ বৃহস্পতি ৪-৩৮ মিঃ ৬-১৪ মিঃ
২৭ ২৮ ১৪ শুক্র ৪-৩৭ মিঃ ৬-১৪ মিঃ
২৮ ২৯ ১৫ শনি ৪-৩৫ মিঃ ৬-১৫ মিঃ
২৯ ৩০ ১৬ রবি ৪-৩৪ মিঃ ৬-১৫ মিঃ
৩০ ৩১ ১৭ সোম ৪-৩৩ মিঃ ৬-১৬ মিঃ

সিলেট বিভাগ ও পার্শ্ববর্তী এলাকার সময়সূচি

সিলেট বিভাগ ও পার্শ্ববর্তী এলাকার সময়সূচি আলোচনা করা হলো।সিলেট বিভাগে মোট ৪টি জেলা আছে। সিলেট বিভাগে প্রথম ১০ দিন রহমতের সময় ১ম দিনে সাহরী শেষ হবে ভোর ৪ঃ৫৮ মিনিটে আর ইফতার হবে ৫ঃ৫৫ মিনিটে। পরের ১০ দিন অর্থাৎ মাগফিরাতের সময় ১ম দিনে সাহরী শেষ হবে ৪ঃ৪৮ মিনিটে এবং ইফতার করতে হবে ৬ঃ০০ মিনিটে। এবং শেষের ১০ দিন অর্থাৎ নাযাতের সময় ১ম দিনে সাহরী শেষ হবে ৪ঃ৩৮ মিনিটে এবং ইফতার করতে হবে সন্ধ্যা ৬ঃ০৪ মিনিটে।প্রতিদিন সময় কমতে থাকবে।তাই রোজাদার ব্যক্তিকে প্রতিদিন সময়সূচি দেখতে হবে। তাছাড়া সিলেট বিভাগে অন্য জেলা গুলো জন্য রোজাদার ব্যক্তিকে সময় দেখে সাহরী ও ইফতার করতে হবে।

 রমজান প্রথম ১০ দিন রহমত

রমজান মার্চ ফাল্গুন বার সাহরীর শেষ সময় ইফতারের শেষ সময়
০১ ০২ ১৭ রবি ৪-৫৮ মিঃ ৫-৫৫ মিঃ
০২ ০৩ ১৮ সোম ৪-৫৭ মিঃ ৫-৫৬ মিঃ
০৩ ০৪ ১৯ মঙ্গল ৪-৫৬ মিঃ ৫-৫৬ মিঃ
০৪ ০৫ ২০ বুধ ৪-৫৫ মিঃ ৫-৫৭ মিঃ
০৫ ০৬ ২১ বৃহস্পতি ৪-৫৪ মিঃ ৫-৫৭ মিঃ
০৬ ০৭ ২২ শুক্র ৪-৫৩ মিঃ ৫-৫৮ মিঃ
০৭ ০৮ ২৩ শনি ৪-৫২ মিঃ ৫-৫৮ মিঃ
০৮ ০৯ ২৪ রবি ৪-৫১ মিঃ ৫-৫৯ মিঃ
০৯ ১০ ২৫ সোম ৪-৫০ মিঃ ৫-৫৯ মিঃ
১০ ১১ ২৬ মঙ্গল ৪-৪৯ মিঃ ৫-৫৯ মিঃ

রমজান দ্বিতীয় ১০ দিন মাগফিরাত

রমজান মার্চ ফাল্গুন/চৈত্র বার সাহরীর শেষ সময় ইফতারের শেষ সময়
১১ ১২ ২৭ বুধ ৪-৪৮ মিঃ ৬-০০ মিঃ
১২ ১৩ ২৮ বৃহস্পতি ৪-৪৭ মিঃ ৬-০০ মিঃ
১৩ ১৪ ২৯ শুক্র ৪-৪৬ মিঃ ৬-০১ মিঃ
১৪ ১৫ ০১ শনি ৪-৪৫ মিঃ ৬-০১ মিঃ
১৫ ১৬ ০২ রবি ৪-৪৪ মিঃ ৬-০১ মিঃ
১৬ ১৭ ০৩ সোম ৪-৪৩ মিঃ ৬-০২ মিঃ
১৭ ১৮ ০৪ মঙ্গল ৪-৪২ মিঃ ৬-০২ মিঃ
১৮ ১৯ ০৫ বুধ ৪-৪১ মিঃ ৬-০৩ মিঃ
১৯ ২০ ০৬ বৃহস্পতি ৪-৪০ মিঃ ৬-০৩ মিঃ
২০ ২১ ০৭ শুক্র ৪-৩৯ মিঃ ৬-০৩ মিঃ

রমজান তৃতীয় ১০ দিন নাযাত

রমজান মার্চ ফাল্গুন/চৈত্র বার সাহরীর শেষ সময় ইফতারের শেষ সময়
২১ ২২ ০৮ শনি ৪-৩৮ মিঃ ৬-০৪ মিঃ
২২ ২৩ ০৯ রবি ৪-৩৭ মিঃ ৬-০৪ মিঃ
২৩ ২৪ ১০ সোম ৪-৩৬ মিঃ ৬-০৪ মিঃ
২৪ ২৫ ১১ মঙ্গল ৪-৩৫ মিঃ ৬-০৫ মিঃ
২৫ ২৬ ১২ বুধ ৪-৩৪ মিঃ ৬-০৫ মিঃ
২৬ ২৭ ১৩ বৃহস্পতি ৪-৩৩ মিঃ ৬-০৬ মিঃ
২৭ ২৮ ১৪ শুক্র ৪-৩২ মিঃ ৬-০৬ মিঃ
২৮ ২৯ ১৫ শনি ৪-৩০ মিঃ ৬-০৭ মিঃ
২৯ ৩০ ১৬ রবি ৪-২৯ মিঃ ৬-০৭ মিঃ
৩০ ৩১ ১৭ সোম ৪-২৮ মিঃ ৬-০৮ মিঃ

ময়মনসিংহ বিভাগ ও পার্শ্ববর্তী এলাকার সময়সূচি

ময়মনসিংহ বিভাগ ও পার্শ্ববর্তী এলাকার সময়সূচি আলোচনা করা হলো।ময়মনসিংহ বিভাগে মোট ৪টি জেলা আছে। ময়মনসিংহ বিভাগে প্রথম ১০ দিন রহমতের সময় ১ম দিনে সাহরী শেষ হবে ভোর৫ঃ০৪ মিনিটে আর ইফতার হবে ৬ঃ০১ মিনিটে। পরের ১০ দিন অর্থাৎ মাগফিরাতের সময় ১ম দিনে সাহরী শেষ হবে ৪ঃ৫৪ মিনিটে এবং ইফতার করতে হবে ৬ঃ০৬ মিনিটে। এবং শেষের ১০ দিন অর্থাৎ নাযাতের সময় ১ম দিনে সাহরী শেষ হবে ৪ঃ৪৪ মিনিটে এবং ইফতার করতে হবে সন্ধ্যা ৬ঃ১০ মিনিটে।প্রতিদিন সময় কমতে থাকবে।তাই রোজাদার ব্যক্তিকে প্রতিদিন সময়সূচি দেখতে হবে। তাছাড়া ময়মনসিংহ বিভাগে অন্য জেলা গুলো জন্য রোজাদার ব্যক্তিকে সময় দেখে সাহরী ও ইফতার করতে হবে।

 রমজান প্রথম ১০ দিন রহমত

রমজান মার্চ ফাল্গুন বার সাহরীর শেষ সময় ইফতারের শেষ সময়
০১ ০২ ১৭ রবি ৫-০৪ মিঃ ৬-০১ মিঃ
০২ ০৩ ১৮ সোম ৫-০৩ মিঃ ৬-০২ মিঃ
০৩ ০৪ ১৯ মঙ্গল ৫-০২ মিঃ ৬-০২ মিঃ
০৪ ০৫ ২০ বুধ ৫-০১ মিঃ ৬-০৩ মিঃ
০৫ ০৬ ২১ বৃহস্পতি ৫-০০ মিঃ ৬-০৩ মিঃ
০৬ ০৭ ২২ শুক্র ৪-৫৯ মিঃ ৬-০৪ মিঃ
০৭ ০৮ ২৩ শনি ৪-৫৮ মিঃ ৬-০৪ মিঃ
০৮ ০৯ ২৪ রবি ৪-৫৭ মিঃ ৬-০৫ মিঃ
০৯ ১০ ২৫ সোম ৪-৫৬ মিঃ ৬-০৫ মিঃ
১০ ১১ ২৬ মঙ্গল ৪-৫৫ মিঃ ৬-০৫ মিঃ

রমজান দ্বিতীয় ১০ দিন মাগফিরাত

রমজান মার্চ ফাল্গুন/চৈত্র বার সাহরীর শেষ সময় ইফতারের শেষ সময়
১১ ১২ ২৭ বুধ ৪-৫৪ মিঃ ৬-০৬ মিঃ
১২ ১৩ ২৮ বৃহস্পতি ৪-৫৩ মিঃ ৬-০৬ মিঃ
১৩ ১৪ ২৯ শুক্র ৪-৫২ মিঃ ৬-০৭ মিঃ
১৪ ১৫ ০১ শনি ৪-৫১ মিঃ ৬-০৭ মিঃ
১৫ ১৬ ০২ রবি ৪-৫০ মিঃ ৬-০৭ মিঃ
১৬ ১৭ ০৩ সোম ৪-৪৯ মিঃ ৬-০৮ মিঃ
১৭ ১৮ ০৪ মঙ্গল ৪-৪৮ মিঃ ৬-০৮ মিঃ
১৮ ১৯ ০৫ বুধ ৪-৪৭ মিঃ ৬-০৯ মিঃ
১৯ ২০ ০৬ বৃহস্পতি ৪-৪৬ মিঃ ৬-০৯ মিঃ
২০ ২১ ০৭ শুক্র ৪-৪৫ মিঃ ৬-০৯ মিঃ

রমজান তৃতীয় ১০ দিন নাযাত

রমজান মার্চ ফাল্গুন/চৈত্র বার সাহরীর শেষ সময় ইফতারের শেষ সময়
২১ ২২ ০৮ শনি ৪-৪৪ মিঃ ৬-১০ মিঃ
২২ ২৩ ০৯ রবি ৪-৪৩ মিঃ ৬-১০ মিঃ
২৩ ২৪ ১০ সোম ৪-৪২ মিঃ ৬-১০ মিঃ
২৪ ২৫ ১১ মঙ্গল ৪-৪১ মিঃ ৬-১১ মিঃ
২৫ ২৬ ১২ বুধ ৪-৪০ মিঃ ৬-১১ মিঃ
২৬ ২৭ ১৩ বৃহস্পতি ৪-৩৯ মিঃ ৬-১২ মিঃ
২৭ ২৮ ১৪ শুক্র ৪-৩৮ মিঃ ৬-১২ মিঃ
২৮ ২৯ ১৫ শনি ৪-৩৬ মিঃ ৬-১৩ মিঃ
২৯ ৩০ ১৬ রবি ৪-৩৫ মিঃ ৬-১৩ মিঃ
৩০ ৩১ ১৭ সোম ৪-৩৪ মিঃ ৬-১৪ মিঃ

আরো পড়ুনঃইনস্টাগ্রাম ক্র্যাশ সমাধানের সহজ ৮টি উপায়

রংপুর বিভাগ ও পার্শ্ববর্তী এলাকার সময়সূচি

রংপুর বিভাগ ও পার্শ্ববর্তী এলাকার সময়সূচি আলোচনা করা হলো।রংপুর বিভাগে মোট ৮টি জেলা আছে। রংপুর বিভাগে প্রথম ১০ দিন রহমতের সময় ১ম দিনে সাহরী শেষ হবে ভোর ৫ঃ০৯ মিনিটে আর ইফতার হবে ৬ঃ০৫ মিনিটে। পরের ১০ দিন অর্থাৎ মাগফিরাতের সময় ১ম দিনে সাহরী শেষ হবে ৪ঃ৫৯ মিনিটে এবং ইফতার করতে হবে ৬ঃ১০ মিনিটে। এবং শেষের ১০ দিন অর্থাৎ নাযাতের সময় ১ম দিনে সাহরী শেষ হবে ৪ঃ৪৯ মিনিটে এবং ইফতার করতে হবে সন্ধ্যা ৬ঃ১৪ মিনিটে।প্রতিদিন সময় কমতে থাকবে।তাই রোজাদার ব্যক্তিকে প্রতিদিন সময়সূচি দেখতে হবে। তাছাড়া রংপুর বিভাগে অন্য জেলা গুলো জন্য রোজাদার ব্যক্তিকে সময় দেখে সাহরী ও ইফতার করতে হবে।

 রমজান প্রথম ১০ দিন রহমত

রমজান মার্চ ফাল্গুন বার সাহরীর শেষ সময় ইফতারের শেষ সময়
০১ ০২ ১৭ রবি ৫-০৯ মিঃ ৬-০৫ মিঃ
০২ ০৩ ১৮ সোম ৫-০৮ মিঃ ৬-০৬ মিঃ
০৩ ০৪ ১৯ মঙ্গল ৫-০৭ মিঃ ৬-০৬ মিঃ
০৪ ০৫ ২০ বুধ ৫-০৬ মিঃ ৬-০৭ মিঃ
০৫ ০৬ ২১ বৃহস্পতি ৫-০৫ মিঃ ৬-০৭ মিঃ
০৬ ০৭ ২২ শুক্র ৫-০৪ মিঃ ৬-০৮ মিঃ
০৭ ০৮ ২৩ শনি ৫-০৩ মিঃ ৬-০৮ মিঃ
০৮ ০৯ ২৪ রবি ৫-০২ মিঃ ৬-০৯ মিঃ
০৯ ১০ ২৫ সোম ৫-০১ মিঃ ৬-০৯ মিঃ
১০ ১১ ২৬ মঙ্গল ৫-০০ মিঃ ৬-০৯ মিঃ

রমজান দ্বিতীয় ১০ দিন মাগফিরাত

রমজান মার্চ ফাল্গুন/চৈত্র বার সাহরীর শেষ সময় ইফতারের শেষ সময়
১১ ১২ ২৭ বুধ ৪-৫৯ মিঃ ৬-১০ মিঃ
১২ ১৩ ২৮ বৃহস্পতি ৪-৫৮ মিঃ ৬-১০ মিঃ
১৩ ১৪ ২৯ শুক্র ৪-৫৭ মিঃ ৬-১১ মিঃ
১৪ ১৫ ০১ শনি ৪-৫৬ মিঃ ৬-১১ মিঃ
১৫ ১৬ ০২ রবি ৪-৫৫ মিঃ ৬-১১ মিঃ
১৬ ১৭ ০৩ সোম ৪-৫৪ মিঃ ৬-১২ মিঃ
১৭ ১৮ ০৪ মঙ্গল ৪-৫৩ মিঃ ৬-১২ মিঃ
১৮ ১৯ ০৫ বুধ ৪-৫২ মিঃ ৬-১৩ মিঃ
১৯ ২০ ০৬ বৃহস্পতি ৪-৫১ মিঃ ৬-১৩ মিঃ
২০ ২১ ০৭ শুক্র ৪-৫০ মিঃ ৬-১৩ মিঃ

রমজান তৃতীয় ১০ দিন নাযাত

রমজান মার্চ ফাল্গুন/চৈত্র বার সাহরীর শেষ সময় ইফতারের শেষ সময়
২১ ২২ ০৮ শনি ৪-৪৯ মিঃ ৬-১৪ মিঃ
২২ ২৩ ০৯ রবি ৪-৪৮ মিঃ ৬-১৪ মিঃ
২৩ ২৪ ১০ সোম ৪-৪৭ মিঃ ৬-১৪ মিঃ
২৪ ২৫ ১১ মঙ্গল ৪-৪৬ মিঃ ৬-১৫ মিঃ
২৫ ২৬ ১২ বুধ ৪-১৫ মিঃ ৬-১৫ মিঃ
২৬ ২৭ ১৩ বৃহস্পতি ৪-৪৪ মিঃ ৬-১৬ মিঃ
২৭ ২৮ ১৪ শুক্র ৪-৪৩ মিঃ ৬-১৬ মিঃ
২৮ ২৯ ১৫ শনি ৪-৪১ মিঃ ৬-১৭ মিঃ
২৯ ৩০ ১৬ রবি ৪-৪০ মিঃ ৬-১৭ মিঃ
৩০ ৩১ ১৭ সোম ৪-৩৯ মিঃ ৬-১৮ মিঃ

রমজান মাস

শেষ কথাঃরমজান মাসের সাহরী ও ইফতারের সময়সূচী ২০২৫

রমজান মাসের সাহরী ও ইফতারের সময়সূচী ২০২৫ সম্পর্কে এতক্ষণ আমরা আলোচনা করলাম। রমজান মাসের সাহরি ও ইফতারের সময়সূচি বিষয় আপনারা নিজ এলাকা থেকে কিছুটা হলেও উপকৃত হয়েছেন। রমজান মাস সিয়াম সাধনার মাস। এই মাসে সকলকেই পাক পবিত্র থাকতে হবে। এই মাসটাকে অনেক গুরুত্বের সাথে পালন করতে হবে। রমজান মাসে শবে কদরের রাত্রি আছে। যে রাত্রে পবিত্র আল কুরআন নাযিল হয়েছিল। যে কারণে শবে কদরের রাতকে হাজার বছরের চাইতে উত্তম মাস বলা হয়।

আমরা এই রাতে সারা রাত ধরে নফল নামাজ আদায় করে থাকি। বছরে পাঁচটি রাতের মধ্যে একটি হলো সবে কদর রাত। এ জন্যই আরবি সনের ১২টি মাসের মধ্যে রমজান মাসকে সবচাইতে ফজিলত পূর্ণ এবং গুরুত্বপূর্ণ মাস হিসেবে ঘোষণা করেছেন মহান রাব্বুল আলামীন। তাই এই মাসটাকে আমাদেরকে অনেক গুরুত্বের সাথে পালন করতে হবে। আমি পরিশেষে বলতে চাই ১ম রমজান শুরু হবে চাঁদ দেখার উপর আবার রমজান শেষ হবে চাঁদ দেখার। তাই চাঁদের ওপর নির্ভর করে দিন তারিখ পরিবর্তিত হতে পারে।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

শেষ কথা বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url