রাজশাহীতে টমেটো চাষে আগ্রহী চাষীরা

 

রাজশাহীতে টমেটো চাষের জন্য আগ্রহী হচ্ছে চাষিরা। রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় বাম্পার টমেটো আবাদ হচ্ছে। গোদাগাড়ী উপজেলাতে চরে চাষ করছে টমেটো। কারন বরেন্দ্র জমির চাইতে চরের জমির মাটি অনেক উর্বর। এখানে প্রতি বছর পলি পড়ে জমিকে উর্বর করে তোলে।

টমেটো চাষ

চরের জমিতে এতে করে দ্বিগুণ লাভ করছে চাষিরা। টমেটো তে লাভ হওয়ায় প্রতি বছরই বাড়ছে টমেটোর চাষ। তবে চরে পরিবহন সুবিধা বাড়লে কৃষক আরো ভালো ফলন করতে পারবে। টমেটো চাষে আজকে আমরা এই বিষয়ে আলোচনা করবো।

পেজ সূচিপত্রঃ রাজশাহীতে টমেটো চাষে আগ্রহী চাষীরা

টমেটো চাষে জমি নির্বাচন করা

টমেটো চাষে জমি নির্বাচন করার পদ্ধতি। টমেটো চাষ করার জন্য প্রথমে আপনাকে জমি নির্বাচন করতে হবে। টমেটো চাষে আপনাকে জমি নির্বাচন করতে হবে। কারণ পরবর্তীতে জমির জন্য যদি আপনার লোকসান হয়ে যায় সেটা আপনার ক্ষতি। আমরা এখানে চরের জমিতে টমেটো চাষের পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। জমি নির্বাচনের জন্য প্রথমে নাঙ্গল দিয়ে মাটি গুলোকে ঝুরঝুরা করে নিতে হবে। চার থেকে পাঁচ বার চাষ দিলে জমি মাটিগুলো ঝুরঝুরা হয়ে যাবে। বেড আকারে জমি প্রস্তুত করে নিতে হবে। প্রতিটি বেডের সাইড দিয়ে নালা করে দিতে হবে যাতে পানি হলে সহজেই বের হয়ে যেতে পারে। বেডটাকে উঁচু করতে হবে। এতে করে পানি সহজে জমবে না।

টমেটো চারা রোপন পদ্ধতি জানা

টমেটো চারা রোপন পদ্ধতি জানা আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ বিষয়। টমেটোর জমিতে জমি নির্বাচন হয়ে গেলে আপনাকে চারা রোপন করতে হবে। টমেটো জমির মাটি গুলোকে ঝুরঝুর করে ফেলতে হবে। মাটিতে যাতে রস থাকে অর্থাৎ মাটিতে জো থাকে সেদিকে আপনাকে নজর রাখতে হবে। তখন চারাটি রোপন করার পর খুব সহজেই যাতে অঙ্কুরোদ্গম ক্ষমতা থাকে এদিকে আপনাকে খেয়াল রাখতে হবে।এতে করে গাছগুলো মরে যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। চারার রোপন করার জন্য আপনাকে ২ বেডের মাঝে ৬০X৪০ সেমি চারা রোপন করতে হবে। চারার বয়স ২৫ থেকে ৩০ দিনের মধ্যে হতে হবে। তাই বলে অনেক ফাকা বা ঘন করে চারা রোপন করা যাবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।

মাচানে টমেটো চাষ করার পদ্ধতি

মাচানে টমেটো চাষ করার পদ্ধতি সম্পর্কে জানবো।মাচান করার জন্য আপনাকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। একজন চাষীর জন্য মাচান তৈরি করা অনেক ব্যয়বহুল। অনেকেই মাচান  তৈরি করতে পারে না। এর মূল কারণ হচ্ছে অনেক টাকা খরচ হয়ে যায়। আপনাকে মাচান তৈরি জন্য বাশের ব্যবস্থা করতে হবে। বাঁশগুলোকে চিকন করে ফাটিয়ে নিতে হবে। টমেটোর গাছের জন্য যতটুকু প্রয়োজন সে মাপে উঁচু করে নিবেন। এতে করে আপনি পরবর্তীতে গাছ গুলো যখন একটু বড় হবে আপনি মাচান এর উপর গাছগুলোকে উঠিয়ে দিবেন। আস্তে আস্তে গাছ গুলো মাচান ভর্তি হয়ে যাবে। এতে করে আপনি বেশি ফলন পাবেন বলে মনে করি। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন।
টমেটো চাষ

টমেটোর জমিতে সার ব্যবস্থাপনা পদ্ধতি

টমেটোর জমিতে সার ব্যবস্থাপনা পদ্ধতি গুরুত্বপূর্ণ কাজ। টমেটো জমিতে প্রথমে আপনাকে গোবর সার চারা রোপনের আগে চাষ করার সময়। এরপর চারা লাগানোর আগে গোবর গর্তে মিশিয়ে দিতে হবে। সার দুই কিস্তিতে প্রয়োগ করতে হবে। গাছ একটু বড় হয়ে গেলে রিংক করার সময় ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। গাছের দূর দিয়ে রিংক করে ইউরিয়া সার দিতে হবে। পরিমাণ মতো সেচ ব্যবহার করবেন। যাতে করে গাছ  মরে না যায় বা মাটি একেবারে শুকিয়ে না যায়।

টমেটো চাষে কতো দিনে ফলন পাওয়া যায়

টমেটো চাষে কতো দিনে ফলন পাওয়া যায় তা আমরা জানবো। টমেটো চাষ করার জন্য চাষীরা অক্লান্ত পরিশ্রম করে থাকে। কারণ চাষের বিনিময়ে ফসল পেয়ে থাকে। টমেটো চাষ করার সময় সর্বনিম্ন ৫০ দিন থেকে ৬০ দিনের মধ্যে আপনি ফল পেতে পারেন। তারপর প্রথম অবস্থায় অল্প পরিমাণে। তারপর আস্তে আস্তে আপনার ফলের পরিমান বাড়তে থাকবে। এতে করে আপনার বাজারে দামের উপর নির্ভর করে আপনি টমেটো বিক্রি করবেন। বাজারে যদি দাম ভালো থাকে তাহলে চাষিরা কয়েক চালানেই খরচের টাকা উঠিয়ে নিতে পারে এবং পরবর্তীতে পরের চালানে লাভ তুলে নিতে পারে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।

টমেটো সংরক্ষণের ব্যবস্থা করা 

টমেটো সংরক্ষণের ব্যবস্থা করা একান্ত প্রয়োজন। টমেটো সংরক্ষণের জন্য আপনাকে অতি সতর্ক উপায়ে সংরক্ষণ করতে হবে। এজন্য আপনাকে পাকা, আধা পাক অবস্থায় টমেটো ভোটাসহ গাছ থেকে ছিঁড়ে নিতে হবে। সাবধানতা অবলম্বন করতে হবে যাতে করে টমেটো মাটিতে পড়ে থেতলিয়ে না যায়। এজন্য খুব সতর্কতার সাথে টমেটো গাছ থেকে ছিড়ে নিতে হবে। যে সকল টমেটোর গায়ে দাগ থাকবে সেগুলোকে আলাদা করে রাখবেন। খারাপ টমেটোর জন্য ভালো গুলো নষ্ট হয়ে যাবে।

বাছাইকৃত টমেটোগুলো সংরক্ষণ করবেন সেই জায়গাটা অবশ্য পরিষ্কার থাকতে হবে। যাতে সেখানে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে থাক। সাধারণ শুকনা মাটিতে সংরক্ষণ করা অনেক ভালো। এমনভাবে টমেটোগুলো রাখবেন টমেটোর গায়ে বাতাস চলাচল করতে পারে। ফাঁকা ফাঁকা ভাবে রাখা চেষ্টা করবেন, যাতে করে অনেকদিন ভালো থাকে।
টমেটো চাষ

শেষ কথা

টমেটো চাষের জন্য একজন কৃষককে অনেক বিষয় নজর রাখতে হবে। মনে রাখবেন আপনার জমিতে ভালো ফলন পাবেন সেটা অবশ্যই ভালো করে চাষ করলে। আপনার কারণ গাছ মারা যেতে পারে কারণ গাছের গড়াতে অতিরিক্ত পানি জমে থাকা, ইউরিয়া সার বেশি প্রয়োগ করা ইত্যাদি কারণে আপনার গাছ মারা যেতে পারে। টমেটো গাছকে ভালোভাবে বেড়ে উঠতে এবং ফলন পাওয়ার জন্য আপনাকে সঠিক পরামর্শ গ্রহণ করতে হবে। প্রয়োজনে আপনাকে কৃষি কর্মকর্তার কাছে সমস্যা সমাধান নিতে হবে।

কি করে আপনি ভালো ফলন পেতে পারেন আশা করি বিষয় গুলো বুঝতে পারছেন।আমি পরিশেষে বলবো বিষয়গুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের নিকট অবশ্যই শেয়ার করবেন যাতে করে তারাও উপকার পেয়ে থাকে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

শেষ কথা বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url